তারা হলেন: গাজীপুর-১ (কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর সিটির একাংশ) আসনে জাতীয় পার্টির শরীফুল ইসলাম, গণফোরামের রফিকুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আব্দুল মজিদ।
গাজীপুর-২ (টঙ্গী ও গাজীপুর সিটি করপোরেশন) আসনে জাতীয় পার্টির মাহবুবুল আলম ও জয়নাল আবেদীন।
গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদর একাংশ) বাসদের জহিরুল ইসলাম মণ্ডল ও গাজীপুর-৫ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আল আমিন দেওয়ান।
গাজীপুরের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এখন গাজীপুরের ৫টি আসনে মোট ৩২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
আরএস/আরবি/