ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

লালমনিরহাটে ৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
লালমনিরহাটে ৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার ছবি: প্রতীকী

লালমনিরহাট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন চার প্রার্থী। তিনটি আসনে ভোট যুদ্ধে শেষ পর্যন্ত মাঠে থাকছেন ১৬ প্রার্থী।

রোববার (৯ ডিসেম্বর) বিকেলে এ তথ্য জানান লালমনিরহাট রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক (ডিসি) শফিউল আরিফ।

মনোনয়নপত্র প্রত্যাহাররা হলেন- লালমনিরহাট-১ (পাটগ্রাম হাতীবান্ধা) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী মোশারফ হোসেন, লালমনিরহাট-২ (আদিতমারী কালীগঞ্জ) সংসদীয় আসনের জাসদ প্রার্থী উত্তম কুমার, বিএনপির প্রার্থী আসাদুল হাবিব দুলু ও সালেহ উদ্দিন আহমেদ হেলাল।

চূড়ান্ত ভোট যুদ্ধে লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনের বৈধ প্রার্থী হলেন ১৬ জন।  এরা হলেন- লালমনিরহাট-১ (পাটগ্রাম হাতীবান্ধা) সংসদীয় আসনে মোতাহার হোসেন (আওয়ামী লীগ), মেজর (অব.) খালিদ আখতার (জাপা), ব্যারিস্টার হাসান রাজিব প্রধান (ধানের শীষ), হাবিবুর রহমান বকুল (হাতপাখা), আব্দুস সাত্তার (এনপিপি) ও ছাদেকুল ইসলাম (মশাল), আলমগীর হোসেন মুরাদ (স্বতন্ত্র)।

লালমনিরহাট-২ (আদিতমারী কালীগঞ্জ) সংসদীয় আসনে নুরুজ্জামান আহমেদ (আওয়ামী লীগ), রোকন উদ্দিন বাবুল (ধানের শীষ), শরিফুল ইসলাম (এনপিপি) , ইব্রাহীম হোসেন খান (হাতপাখা) ও বাদশা মিয়া (মুসলিম লীগ)।  

লালমনিরহাট-৩ (সদর) সংসদীয় আসনে জিএম কাদের (লাঙল), আসাদুল হাবিব দুলু (ধানের শীষ), আজমুল হক পাটোয়ারী পুতুল (বাসদ) ও মোকছেদুল ইসলাম (হাতপাখা)।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ