ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

লক্ষ্মীপুরে ভোটের লড়াইয়ে ২৪ প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
লক্ষ্মীপুরে ভোটের লড়াইয়ে ২৪ প্রার্থী লক্ষ্মীপুরে ভোটের লড়াইয়ে থাকলেন যারা।

লক্ষ্মীপুর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি আসনে ভোটের লড়াইয়ে থাকছেন ২৪ প্রার্থী।

জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রার্থিতা প্রত্যাহার শেষে বৈধ প্রার্থী হিসেবে ২৪ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।  

তারা হলেন- লক্ষ্মীপুর-১ আসনে তরিকত ফেডারেশনের আনোয়ার হোসেন খান, বিএনপির জোটগত প্রার্থী  এলডিপির শাহাদাত হোসেন সেলিম, বিএনএফের সিরাজ মিয়া, ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম,  এনএনপির মোশারেফ হোসেন, স্বতন্ত্র আলমগীর হোসাইন ও বাংলাদেশ মুসলিম লীগের রেজাউল করিম।

লক্ষ্মীপুর-২ আসনে জাতীয় পার্টির (জাপা) মোহাম্মদ নোমান, বিএনপির আবুল খায়ের ভূঁইয়া, গণঐক্যজোটের শেখ মোহাম্মদ ফায়িজ উল্ল্যাহ শিপন, ইসলামিক ফ্রন্টের মো. হেলাল উদ্দিন, ইসলামী আন্দোলনের শাহজাহান পাটোয়ারী ও স্বতন্ত্র প্রার্থী শহীদ ইসলাম পাপুল।  

লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগের এ কে এম  শাহজাহান কামাল, বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জাপার নুর মোহাম্মদ, ইসলামী আন্দোলনের মোহাম্মদ ইব্রাহীম ও জাসদের এম এ ইউছুফ ভূঁইয়া।  

লক্ষ্মীপুর-৪ আসনে ঐক্যফ্রন্টের নেতা আ স ম আবদুর রব, বিকল্পধারার মেজর (অব.) আবদুল মান্নান, জেএসডির তানিয়া রব, জাপার আব্দুর রাজ্জাক চৌধুরী, বাসদের মিলন কৃষ্ণ মণ্ডল, ইসলামী আন্দোলনের শরীফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এসআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।