জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রার্থিতা প্রত্যাহার শেষে বৈধ প্রার্থী হিসেবে ২৪ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তারা হলেন- লক্ষ্মীপুর-১ আসনে তরিকত ফেডারেশনের আনোয়ার হোসেন খান, বিএনপির জোটগত প্রার্থী এলডিপির শাহাদাত হোসেন সেলিম, বিএনএফের সিরাজ মিয়া, ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম, এনএনপির মোশারেফ হোসেন, স্বতন্ত্র আলমগীর হোসাইন ও বাংলাদেশ মুসলিম লীগের রেজাউল করিম।
লক্ষ্মীপুর-২ আসনে জাতীয় পার্টির (জাপা) মোহাম্মদ নোমান, বিএনপির আবুল খায়ের ভূঁইয়া, গণঐক্যজোটের শেখ মোহাম্মদ ফায়িজ উল্ল্যাহ শিপন, ইসলামিক ফ্রন্টের মো. হেলাল উদ্দিন, ইসলামী আন্দোলনের শাহজাহান পাটোয়ারী ও স্বতন্ত্র প্রার্থী শহীদ ইসলাম পাপুল।
লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগের এ কে এম শাহজাহান কামাল, বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জাপার নুর মোহাম্মদ, ইসলামী আন্দোলনের মোহাম্মদ ইব্রাহীম ও জাসদের এম এ ইউছুফ ভূঁইয়া।
লক্ষ্মীপুর-৪ আসনে ঐক্যফ্রন্টের নেতা আ স ম আবদুর রব, বিকল্পধারার মেজর (অব.) আবদুল মান্নান, জেএসডির তানিয়া রব, জাপার আব্দুর রাজ্জাক চৌধুরী, বাসদের মিলন কৃষ্ণ মণ্ডল, ইসলামী আন্দোলনের শরীফুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এসআর/আরবি/