ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

স্বচ্ছ ব্যালট বাক্স যাচ্ছে ভোটের মাঠে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
স্বচ্ছ ব্যালট বাক্স যাচ্ছে ভোটের মাঠে ট্রাকে করে নেওয়া হচ্ছে স্বচ্ছ ব্যালট বাক্স/ছবি: বাংলানিউজ

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছ ব্যালট বাক্স তিনশ নির্বাচনী এলাকায় অর্থাৎ জেলা পর্যায়ে পাঠাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ভবন থেকে ট্রাক ভরে পাঠানো হচ্ছে এসব ব্যালট বাক্স।

রোববার (০৯ ডিসেম্বর) রাতেও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে ব্যালট বাক্স পাঠানো হয়েছে।

গত ৭ নভেম্বর মনোনয়নপত্রসহ বেশ কিছু সামগ্রী পাঠিয়েছিল সংস্থাটি।

এরপর গত ৮ ডিসেম্বর স্টাম্প প্যাড, অফিসিয়িাল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, লাল গালা, অমোচনীয় কালির কলম, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ, চার্জার লাইট, ক্যালকুলেটর, স্ট্যাপলার মেশিন ও স্টাপলার পিন পাঠানো হয়। এছাড়া সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং অফিসারসহ ভোটগ্রহণ কর্মকর্তাদের পরিচয়পত্র, নির্দেশিকা, ফরম ও প্যাকেট গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে সরবরাহ করা হয়।

ইতোমধ্যে ব্যালট পেপার ছাপানোর অর্ডার বিজি প্রেসকে দিয়েছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণের সপ্তাহখানে আগে জেলা নির্বাচন কর্মকর্তাদের তা বুঝিয়ে দেওয়া হবে।

ঘোষিত তফসিল মতে, আগামী ৩০ ডিসেম্বর (রোববার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থিতা বাছাইয়ের পর প্রত্যাহারও শেষ হয়েছে। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। ১১ ডিসেম্বর থেকে ব্যালট পেপার ছাপানোর কাজ শুরুর কথা রয়েছে।

ইসির ক্রয় ও মূদ্রণ শাখার প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান বাংলানিউজকে বলেন, ব্যালট পেপার বাদে অন্য সব নির্বাচনী সামগ্রী আমরা বিতরণ শুরু করেছি। অনেকগুলো জেলায় ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।

এবার ব্যালট পেপার ছাড়াও ছয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
ইইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।