অবশেষে রোববার (০৯ ডিসেম্বর) পাঁচ জনের আপনা-আপনি বাতিল ও ১২ মনোনয়নপত্র প্রত্যাহার শেষে প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। তাদের মধ্যে সিলেট-১ আসনে দশ জন, সিলেট-২ আসনে সাত জন, সিলেট-৩ আসনে ছয় জন, সিলেট-৪ আসনে পাঁচ জন, সিলেট-৫ আসনে আট জন এবং সিলেট-৬ আসনে ৪ জন।
সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বীরা হলেন- আওয়ামী লীগের নৌকা প্রতীকে ড. একে আব্দুল মোমেন (নৌকা), বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির (ধানের শীষ), মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রেদওয়ানুল হক চৌধুরী (হাতপাখা), ইসলামী ঐক্যজোটের (আইওজে) মুহ্ম্মদ ফয়জুল হক (মিনার), ন্যাশনাল পিপুলস পার্টির ইউসুফ আলী (আম), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উজ্জল রায় (কোদাল), বাংলাদেশ সমাজ তান্ত্রিক দল-বাসদ এর প্রণব জ্যোতি পাল (মই), বাংলাদেশ মুসলীম লীগের মো. আনোয়ার উদ্দিন বুরহানাবাদী (হারিকেন), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আলহাজ্ব মাওলানা নাসির উদ্দিন (বটগাছ)।
সিলেট-২ আসনে মহাজোটের ইয়াহ্ইয়া চৌধুরী (লাঙ্গল), বিএনপির তাহসীনা রুশদীর লুনা (ধানের শীষ), খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী (দেওয়াল ঘড়ি), গণফোরামের মোকাব্বির খান (উদীয়মান সূর্য), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন (হাতপাখা),ন্যাশনাল পিপুলস পার্টির মো. মনোয়ার হোসাইন (আম), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এর মো. মোশাহিদ খান (টেলিভিশন)।
সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মাহমুদ উস সামাদ চৌধুরী (নৌকা), বিএনপির শফি আহমদ চৌধুরী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের এম এ মতিন বাদশা (হাতপাখা), মো. উছমান আলী (লাঙ্গল), খেলাফত মজলিসের মো. দিলওয়ার হোসাইন (দেওয়াল ঘড়ি), বাংলাদেশ খেলাফত মজলিসের হাফিজ মাওলানা আতিকুর রহমান (রিকশা)।
সিলেট-৪ আসনে আওয়ামী লীগের ইমরান আহমদ (নৌকা), বিএনপির দিলদার হোসেন সেলিম (ধানের শীষ), জাতীয় পার্টির আহমেদ তাজ উদ্দিন তাহ রহমান (লাঙ্গল), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোজ কুমার সেন (কোদাল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জিল্লুর রহমান (হাতপাখা)।
সিলেট-৫ আসনে আওয়ামী লীগের হাফিজ আহমদ মজুমদার (নৌকা), ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উবায়দুল্লাহ ফারুক (ধানের শীষ), জাতীয় পার্টির সেলিম উদ্দিন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরুল আমিন (হাতপাখা), গণফোরামের বাহার উদ্দিন আল রাজী (উদীয়মান সূর্য), বাংলাদেশ মুসলীম লীগের মো. শহিদ আহমদ চৌধুরী (হারিকেন), ইসলামী ঐক্যজোটের এমএ মতিন চৌধুরী (মিনার) এবং আপীলে বৈধ হয়ে আসা ফয়জুল মুনীর চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোমবার প্রতীক নেবেন।
সিলেট-৬ আসনে আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ (নৌকা), বিএনপির ফয়সল আহমদ চৌধুরী (ধানের শীষ), বিকল্প ধারা বাংলাদেশের শমসের এম চৌধুরী (কুলা) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আজমল হোসেন (হাতপাখা।
এদিকে, রোববার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া ১২ প্রার্থীরা হলেন- সিলেট-২ আসনে ইলিয়াস পুত্র আবরার ইলিয়াস ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা কাজি আমিন উদ্দিন, সিলেট-৩ আসনে বিএনপির ব্যারিস্টার এমএ সালাম, আব্দুল হক (এমএ হক), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা মো. নজরুল ইসলাম, সিলেট-৪ আসনে বিএনপির অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা আতাউর রহমান, সিলেট-৫ আসনে বিএনপির মামুনুর রশিদ, সিলেট-৬ আসনে বিএনপির হেলাল খান, ঐক্যফ্রন্ট নেতা নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ এবং জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান।
এছাড়া আপনা আপনি মনোনয়নপত্র বাতিলকৃত ৫ প্রার্থী হলেন, সিলেট-১ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী, সিলেট-৩ আসনে বিএনপির আব্দুল কাইয়ুম ও জাপার তোফায়েল আহমদ, সিলেট-৫ আসনে বিএনপির শরীফ আহমদ লস্কর, জামায়াত নেতা ফরিদ উদ্দিন আহমদ। মনোনয়নপত্র প্রত্যাহার ও বাতিল শেষে মূল লড়াইয়ে ঠিকে রইলেন ৪০ জন প্রার্থী।
সোমবার (১০ ডিসেম্বর) সিলেটের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রার্থীরা প্রতীক গ্রহণ করবেন।
বাংলাদেশ সময়: ০৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এনইউ/এসএইচ