ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

লক্ষ্মীপুরে ২৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
লক্ষ্মীপুরে ২৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ প্রতীকী

লক্ষ্মীপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে ২৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের হল রুমে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল তাদের প্রতীক বরাদ্দ দেন।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম।

 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি আসনে ২৪ জন প্রার্থী জোট-মহাজোটের দলীয় প্রতীক ও বরাদ্দকৃত প্রতীকে নির্বাচন করবেন।  

তারা হলেন: লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আনোয়ার খান (তরিকত, নৌকা), শাহাদাত হোসেন সেলিম (এলডিপি, ধানের শীষ), মোশাররফ হোসেন (এনপিপি, আম), আলমগীর হোসেন (বাংলাদেশ জাতীয় পার্টি, কাঁঠাল), রফিকুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা), সিরাজ মিয়া (বিএনএফ, টেলিভিশন), রেজাউল করিম (মুসলিম লীগ, হারিকেন)।

লক্ষ্মীপুর-২ (সদর আংশিক ও রায়পুর) আসনে আবুল খায়ের ভূঁইয়া (বিএনপি, ধানের শীষ), মোহাম্মদ নোমান (জাতীয় পার্টি, লাঙল), মোহাম্মদ শহিদ ইসলাম (স্বতন্ত্র, আপেল), হেলাল উদ্দিন (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, চেয়ার), শেখ ফায়েজ উল্যাহ শিপন (বাংলাদেশ মুসলিম লীগ, হারিকেন) এবং শাহজাহান পাটোয়ারী (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা)।  

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে একেএম শাহজাহান কামাল (আওয়ামী লীগ, নৌকা), শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী (বিএনপি, ধানের শীষ), মোহাম্মদ ইব্রাহিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা), সেলিম মাহমুদ (এনপিপি, আম) এবং নুর মোহাম্মদ (বাংলাদেশ জাতীয় পার্টি, কাঁঠাল)।  

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আ স ম আবদুর রব (ঐক্যফ্রন্ট, ধানের শীষ), আবদুল মন্নান (বিকল্পধারা, নৌকা), আবদুর রাজ্জাক চৌধুরী (বাংলাদেশ জাতীয় পার্টি, কাঁঠাল), মিলন কৃষ্ণ মন্ডল (বাসদ, মই), তানিয়া রব (জেএসডি, তারা) ও মো. শফিকুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা)।  

জেলা রিটার্নিং কর্মকর্তা ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, দলীয় ও বরাদ্দকৃত প্রতীকে প্রার্থীরা নিজ নিজ আসন থেকে আগামী ৩০ ডিসেম্বরে নির্বাচনে অংশগ্রহণ করবেন। ওইদিন জেলার ৪৪৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এসআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ