ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বাদশার পক্ষে গণসংযোগে মেয়র লিটন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
বাদশার পক্ষে গণসংযোগে মেয়র লিটন নির্বাচনী প্রচারে মেয়র লিটন/ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী-২ (সদর) আসনে ১৪ দল ও মহাজোটের সংসদ সদস্য প্রার্থী ফজলে হোসেন বাদশার নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে মহানগরের ৩০ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। এসময় উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকা প্রতীককেই বিজয়ী করতে ভোট চান মেয়র লিটন।

দুপুরে রাজশাহী-২ (সদর) আসনের ১৪ দল ও মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশার নৌকা প্রতীকের পক্ষে ৩০ নম্বর ওয়ার্ডে গণসংযোগ শুরু করেন ১৪ দলের রাজশাহীর সমন্বয়ক মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র লিটন।  

গণসংযোগ চলাকালে বুধপাড়া, মোহনপুর, ফলবাগান, কৃষি ফার্ম এলাকাসহ আশপাশের এলাকায় ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন মেয়র।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম তেতু, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন।

অন্যদিকে মহানগরীর বুধপাড়া লেভেল ক্রসিং এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারটি পরিদর্শন করেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।  

এসময় ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতির বিষয়ে খোঁজ-খবর নেন মেয়র।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।