ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রতিদিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি জানাতে ডিসিদের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
প্রতিদিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি জানাতে ডিসিদের নির্দেশ নির্বাচন কমিশন ভবনের ফাইল ছবি

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন মাঠপর্যায়ে কী ঘটছে, তা জানতে জেলা প্রশাসক তথা রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান বুধবার (১২ ডিসেম্বর) চিঠিটি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরইমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। রাজনৈতিক দল ও প্রার্থীরা যথাযথভাবে তা প্রতিপালন করছে কিনা এবং আইনগতভাবে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি প্রতিদিন সকাল ১০টার মধ্যে আগের দিনের প্রতিবেদন পাঠাতে বলা হয়।  

প্রচারণার শুরুর দ্বিতীয় দিন মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুইজনের প্রাণহানীর ঘটনা ঘটে। হামলা করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে। এ দুই ঘটনায় বুধবার সকালে কমিশন বিব্রত ও ব্যথিত বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ