ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নৌকা সমর্থকের মোটরসাইকেলে আগুন, ককটেল-পেট্রোল বোমা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
নৌকা সমর্থকের মোটরসাইকেলে আগুন, ককটেল-পেট্রোল বোমা জব্দ মোটরসাইকেলের আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে নেত্রকোনা সদরের বনুয়াপাড়া এলাকার আবহাওয়া অফিসের সামনে মো. আলাউদ্দিন মিয়া নামে এক নৌকা সমর্থকের মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আলাউদ্দিন নেত্রকোনা পৌর শহরের বারহাট্টা রুটের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি একই এলাকার রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক।

বুধবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে নেত্রকোনা-কেন্দুয়া সড়কে যানবাহনের গতিরোধ করে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করতে চাইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে পুলিশ তাদের ফেলে যাওয়া ১০টি তাজা ককটেল, আতশবাজি ও ৫টি পেট্রোল বোমা উদ্ধার করে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে জানান, খবর পেয়ে নেত্রকোনার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলের আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় আলাউদ্দিন থানায় মামলা দায়ের করবেন বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।