ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নিরাপত্তা শঙ্কায় ‘লঞ্চে তুলে দিতে’ ইসিতে দাবি হাফিজের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
নিরাপত্তা শঙ্কায় ‘লঞ্চে তুলে দিতে’ ইসিতে দাবি হাফিজের হাফিজ উদ্দিন আহমেদ (ফাইল ফটো)

ঢাকা: জীবনের নিরাপত্তা শঙ্কায় লঞ্চে চড়ে নিজের নির্বাচনী এলাকায় যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন ভোলা-৩ আসনের বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনে (ইসি) এসে তিনি নিরাপত্তা চেয়ে নির্বাচনী এলাকায় যেতে লঞ্চে তুলে দেওয়ার দাবি জানান।

ইসিতে লিখিত আবেদন জমা দেওয়ার পর হাফিজ উদ্দিন সাংবাদিকদের বলেন, বুধবার (১২ ডিসেম্বর) তাসরিফ-৪ নামের লঞ্চে করে আমার নির্বাচনী এলাকা ভোলার লালমোহনে যাওয়ার কথা ছিল।

সেই ‍উদ্দেশ্যে আমি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদরঘাটে যাই। সেখানে গিয়ে দেখি ছাত্রলীগ যুবলীগ লঞ্চের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা লঞ্চটিকে মাঝ নদীতে নিয়ে গেছে এবং ৪০টির মতো কেবিন ভাঙচুর করেছে। এসময় আমার কর্মীদেরও মারধর করেছে ছাত্রলীগ যুবলীগ। আমি কোনো মতে জীবন নিয়ে ফিরে এসেছি।

তিনি আরও বলেন, আমি ছয় বারের সংসদ সদস্য। জীবনে কখনো হারিনি। নিরাপত্তার কারণে লঞ্চে ওঠতে পারছি না। লঞ্চে উঠতে পারলে এলাকায় যেতে পারবো। এলাকায় যেতে পারলে ইসির নিরাপত্তা লাগবে না। এলাকাবাসীই আমাকে নিরাপত্তা দেবেন।

আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
ইইউডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।