নির্বাচন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ শুক্রবার (১৪ ডিসেম্বব) সন্ধ্যায় সাংবাদিকদের এমন কথা বলেন।
তিনি বলেন, ভোটকেন্দ্রের ৪শ’ গজের মধ্যে প্রবেশের বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ক্ষেত্রে নীতিমালা আছে।
হেলালুদ্দীন আহমদ বলেন, ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার এবং পুলিশ ইনচার্জ মোবাইল ফোন ব্যবহার করবেন। অন্যদের কাছেও মোবাইল ফোন থাকতে পারে, তবে সেটি নিরাপত্তার স্বার্থে ভোটকেন্দ্রের বাইরে গিয়ে ব্যবহার করাই ভালো।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বেশ কিছু সুপারিশ উঠে আসে। যার মধ্যে রয়েছে সাংবাদিকদের তৎপরতা সীমিত করা, ইন্টারনেটের গতি কমানো ইত্যাদি।
গত ১০ ডিসেম্বর প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
ইইউডি/জেডএস