শুক্রবার (১৪ ডিসেম্বর) বাদ জুমা গোপালগঞ্জ-০২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ সদর উপজেলার খালিয়া, শুকতাইল ও গোপিনাথপুরে পৃথক তিনটি পথসভায় বক্তব্য রাখেন।
এ সব পথসভায় শেখ সেলিম বলেন, এলাকার উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে আবারো নৌকায় ভোট দিতে হবে।
অপরদিকে, গোপালগঞ্জ-০১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান তার নির্বাচনী এলাকা মুকসুদপুরের গোবিন্দপুর ইউনিয়নের ঘোনারপাড় মাঠ, উজানী ইউনিয়নের মহাটালী মন্দির প্রাঙ্গণ এবং পশারগাতি ইউপি অফিস চত্বরে নির্বাচনী পথসভা করেন।
এসব পথসভায় ফারুক খান বলেন, খালেদা জিয়া ক্ষমতায় গিয়ে গোপালগঞ্জের নাম মুছে দিতে চেয়েছিলেন। তার (খালেদা) ওই বক্তব্যের জবাব হিসেবে তিনি ভোটারদের সব ভোট নৌকায় দেয়ার আহবান জানান।
অন্যদিকে, গোপালগঞ্জ-০৩ আসনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে দলীয় প্রচারণায় অংশ নেন দলীয় নেতাকর্মীরা। তারা শেখ হাসিনার পক্ষে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট চান।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
আরএ