ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষ প্রার্থীসহ গ্রেফতার ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষ প্রার্থীসহ গ্রেফতার ৪ গাজী নজরুল ইসলাম

সাতক্ষীরা: নাশকতা মামলায় সাতক্ষীরা-৪ সংসদীয় আসনে ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলামসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

‌রোববার (১৬ ডিসেম্বর) দুপুরে শ্যামনগর উপজেলার ইসমাইলপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলা‌নিউজকে জানান, ইসমাইলপুর এলাকায় নিজ বাড়িতে অন্যান্য জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করছেন গাজী নজরুল।

এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে গাজী নজরুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল বারীসহ চারজনকে গ্রেফতার করা হয়। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।  

গ্রেফতার গাজী নজরুলের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।