ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঐক্যফ্রন্ট-ইসির হাই প্রোফাইল বৈঠক সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
ঐক্যফ্রন্ট-ইসির হাই প্রোফাইল বৈঠক সোমবার ইসি ও ঐক্যফ্রন্টের লোগো

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে একটি হাই প্রোফাইল বৈঠকে বসছে জাতীয় ঐক্যফ্রন্ট।

সোমবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টায় নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিষয়টি বাংলানিউজকে জানান বিএনপির গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় ১০ নেতার প্রতিনিধিদল উপস্থিত থাকবেন।

বৈঠকে এজেন্ডায় রাখা হয়েছে নেতাকর্মীদের ওপর হামলা, প্রার্থীদের প্রচারকাজে হামলা, বাধা দেওয়া প্রভৃতি।

জাতীয় ঐক্যফ্রন্টে বিএনপিসহ কয়েকটি নির্বামুখী দল নিয়ে গঠন করা হয়েছে। নির্বাচনী এ জোটের প্রার্থীরা ধানের শীষ প্রতীকে ভোটে অংশ নিয়েছেন।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ