সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। তিনি চৌদ্দগ্রাম পৌর এলাকার জয়ন্তীনগর কেন্দ্রের ধানের শীষ প্রতীকের পরিচালক।
এ বিষয়ে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ধানের শীষের প্রার্থী ডা. আব্দুল্লাহ মো. তাহের বিবৃতিতে জানিয়েছেন, কোনো মামলা ছাড়াই পুলিশ ধানের শীষ প্রতীকের নির্বাচনী কেন্দ্র পরিচালক টিপু সুলতানকে গ্রেফতার করেছে। আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা ঐক্যফ্রন্টের সমর্থক ১০ পরিবারকে হুমকি দিয়েছেন। এক কর্মীকে মারধর ও দুইজনকে আওয়ামী লীগ অফিসে আটকে রেখে শারীরিক নির্যাতন করেছেন। এর কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। বরং ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের পুলিশ গণহারে গ্রেফতার করছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাহফুজ বাংলানিউজকে বলেন, টিপু সুলতান দুই মামলার আসামি। তাকে রোববার (১৬ ডিসেম্বর) গ্রেফতার করা হয়। এছাড়া পুলিশ কাউকে হয়রানি করছে না। চৌদ্দগ্রামে নির্বাচনের প্রচারণায় সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। কোথাও কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়নি।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
টিএ