ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিইসির সঙ্গে আইজিপির সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
সিইসির সঙ্গে আইজিপির সাক্ষাৎ

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের কার্যক্রম তুলে ধরতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করলেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের উপর হামলার বিষয়ে তিনদিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনার পর সিইসি’র সঙ্গে সাক্ষাৎ করে গেলেন আইজিপি।

জাবেদ পাটোয়ারীর সঙ্গে বৈঠকের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সিইসি’র সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন।

ইসি কর্মকর্তারা জানান, দেশব্যাপী নির্বাচনী সহিসংতা, প্রার্থীদের ওপর গুলি, আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সামগ্রিক বিষয় সম্পর্কে সিইসিকে অবহিত করেছেন আইজিপি।

গত কয়েকদিনে ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতা-কর্মী ও প্রার্থীদের ওপর বিভিন্ন স্থানে হামলার ঘটনার অভিযোগ উঠেছে। এছাড়াও ঐক্যজোটের অনেক প্রার্থী নির্বাচনী এলাকায় যেতে পারছেন না বলেও ইসিতে অভিযোগ এসেছে।

তবে বৈঠকে পর সাংবাদিকদের এড়িয়ে যান আইজিপি।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ