জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের উপর হামলার বিষয়ে তিনদিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনার পর সিইসি’র সঙ্গে সাক্ষাৎ করে গেলেন আইজিপি।
জাবেদ পাটোয়ারীর সঙ্গে বৈঠকের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সিইসি’র সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন।
ইসি কর্মকর্তারা জানান, দেশব্যাপী নির্বাচনী সহিসংতা, প্রার্থীদের ওপর গুলি, আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সামগ্রিক বিষয় সম্পর্কে সিইসিকে অবহিত করেছেন আইজিপি।
গত কয়েকদিনে ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতা-কর্মী ও প্রার্থীদের ওপর বিভিন্ন স্থানে হামলার ঘটনার অভিযোগ উঠেছে। এছাড়াও ঐক্যজোটের অনেক প্রার্থী নির্বাচনী এলাকায় যেতে পারছেন না বলেও ইসিতে অভিযোগ এসেছে।
তবে বৈঠকে পর সাংবাদিকদের এড়িয়ে যান আইজিপি।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
ইইউডি/জেডএস