ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিধি লঙ্ঘন করে বিএনপির শোডাউন, মহাজোটের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
বিধি লঙ্ঘন করে বিএনপির শোডাউন, মহাজোটের অভিযোগ

লালমনিরহাট: লালমনিরহাটে বিএনপির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেছেন মহাজোটের নৌকা প্রতীকের নির্বাচনী সমন্বয়ক।

সোমবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় রির্টানিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন লালমনিরহাট-২ (আদিতমারী কালীগঞ্জ) আসনের মহাজোট প্রার্থীর নির্বাচনী সমন্বয়ক মাহাবুবুজ্জামান আহমেদ।

জানা যায়, সোমবার দুপুর ১২ টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী আসাদুল হাবিব দুলু ও লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী রোকন উদ্দিন বাবুল নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ৩৫০টি মোটরসাইকেল ও ২৫-৩০টি মাইক্রোবাস নিয়ে লালমনিরহাট শহর থেকে ভেলাবাড়ি, কমলাবাড়ি, গোড়ল, চলবলা ও চন্দ্রপুর ইউনিয়ন হয়ে চাপারহাটে জনসভা করেন।

গাড়িবহর নিয়ে নির্বাচনী শোডাউন দেওয়া নির্বাচনী আচরণবিধি পরিপন্থী।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সন্ধ্যায় রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন লালমনিরহাট-২ আসনের মহাজোট প্রার্থী সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের নির্বাচনী সমন্বয়ক মাহাবুবুজ্জামান আহমেদ।

এ বিষয়ে রির্টানিং কর্মকর্তা লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ বাংলানিউজকে জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।