ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঐক্যফ্রন্ট প্রার্থীদের নিরাপত্তা দিতে আইজিপিকে নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
ঐক্যফ্রন্ট প্রার্থীদের নিরাপত্তা দিতে আইজিপিকে নির্দেশ

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য মহাপুলিশ পরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৭ ডিসেম্বর) ইসির উপসচিব আব্দুল হালিম খান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়- ঐক্যফ্রন্টের আবেদনের বিষয়ে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করার জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে, গত ১৫ ডিসেম্বর একটি তালিকা দিয়ে প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার আবেদন জানায় ঐক্যফ্রন্ট।

ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম স্বাক্ষরিত ওই আবেদনটি বিএনপির প্যাডেই করা হয়। নির্বাচন কমিশনে জমা দেওয়া ৯ নম্বর স্মারকের চিঠির পরিপ্রেক্ষিতে আইজিপিকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন।

.

ঐক্যফ্রন্টের চিঠিতে নোয়াখালী-১ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের ওপর গুলি, ঢাকা-৮ আসনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ওপর হামলা, পটুয়াখালী-৩ আসনের প্রার্থী গোলাম মওলা রনির স্ত্রীর ওপর হামলা, হবিগঞ্জ ও ময়মনসিংহে বিএনপির নেতাদের গ্রেফতার, চট্টগ্রাম-৯ আসনে বিএনপি প্রার্থী ড. শাহাদাৎ হোসেনের পক্ষে গণসংযোগের সময় নগর বিএনপিসহ সভাপতিকে গ্রেফতারের প্রসঙ্গ উল্লেখ করে ইসির কাছে তার প্রতিকার চাওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা, ডিসম্বের ১৭, ২০১৮
ইইউডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।