মঙ্গলবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।
বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা যেন ভোট দিতে পারেন, সে বিষয়ে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।
সূত্র জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ২৭ অনুচ্ছেদ অনুযায়ী বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। সে অনুযায়ী প্রবাসীরা রিটার্নিং অফিসারের কাছে আবেদন করবেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। পোস্টাল ব্যালটে ভোট দিয়ে সেটা আবার ডাকযোগে রিটার্নিং অফিসারের কাছে পাঠাবেন। এভাবেই প্রবাসীদের ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে।
প্রবাসী বাংলাদেশিদের ব্যালটে ভোটদান প্রক্রিয়ার বিষয়ে বিভিন্ন দূতাবাস থেকে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। নাইজেরিয়ার বাংলাদেশ দূতাবাস গত ১৬ ডিসেম্বর এ বিষয়ে এক বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। সেখানে প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া অবহিত করা হয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশ মিশনও এই ভোটদানের বিষয়ে প্রবাসীদের অবহিত করেছে। ইতোমধ্যে অনেক প্রবাসী নাগরিক ব্যালট পেপারের জন্য আবেদনও করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
টিআর/এএ