ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

আইন-শৃঙ্খলা বাহিনীকে আগাম ২৭২ কোটি টাকা দিলো ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
আইন-শৃঙ্খলা বাহিনীকে আগাম ২৭২ কোটি টাকা দিলো ইসি জাতীয় সংসদ নির্বাচন/গ্রাফিক্স ছবি

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭২ কোটি টাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগাম বরাদ্দ দিলো নির্বাচন কমিশন (ইসি)। তবে তাদের পুরো ব্যয় পরিশোধ করা হবে ভোটের পর। আর সশস্ত্র বাহিনীর বরাদ্দও তাদের মোতায়েনের ওপর ভিত্তি করে পরবর্তীতে নির্ধারণ করবে ইসি।

নির্বাচন কমিশনের বাজেট শাখার কর্মকর্তারা জানান, এবারের নির্বাচনে ৭শ কোটি টাকা বাজেট রাখা হয়েছে। তবে ব্যয় বেড়ে ৭শ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

আগাম হিসেবে পুলিশকে দেওয়া হলো ৬৩ কোটি ২২ লাখ ৮৪ হাজার টাকা, ‌র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) ১০ কোটি ২০ লাখ ২৯ হাজার, বাংলাদেশ কোস্টগার্ডকে ১ কোটি ৫৬ লাখ, বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ৩৩ কোটি দুই লাখ ৪৩ হাজার, আনসার ও ভিডিপি ১৬৩ কোটি ৮১ লাখ ৭৫ হাজার টাকা। সবমিলিয়ে মোট ২৭১ কোটি ৮৩ লাখ ৩২ হাজার টাকা ছাড় দেওয়া হয়েছে।

পুলিশের জন্য বরাদ্দ ৬৩ কোটি ২২ লাখ ৮৪ হাজার টাকার মধ্যে খোরাকি বাবদ ৩৬ কোটি ১৬ লাখ ৪৭ হাজার টাকা, জ্বালানি বাবদ ১৩ কোটি ৩৫ লাখ টাকা, মনোহরি দ্রব্যাদি বাবদ ৩ কোটি ২০ লাখ টাকা এবং আপ্যায়ন ব্যয় ৩ কোটি ১ লাখ ৩৭ হাজার, যানবাহন (ভাড়া ও মেরামত) বাবদ ৭ কোটি ৫০ লাখ টাকা দেওয়া হয়েছে।

বিজিবির জন্য আগাম দেওয়া হয়েছে ৩৩ কোটি দুই লাখ ৪৩ হাজার টাকা। এর মধ্যে খোরাকি খাতে ১১ কোটি ৫০ লাখ ৬৫ হাজার, জ্বালানি খাতে ৩ কোটি ৩৫ লাখ, মনোহরি ২১ লাখ ৩৩ হাজার, আপ্যায়ন ব্যয় ৩৩ লাখ ১৫ হাজার, যানবাহন ১৬ কোটি তিন লাখ ৭১ হাজার, ব্যবস্থাপনা ব্যয় ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার টাকা দেওয়া হয়েছে।

র‌্যাবের জন্য আগাম ১০ কোটি ২০ লাখ ২৯ হাজার টাকা বরাদ্দের মধ্যে খোরাকি খাতে ৩ কোটি ৬৪ লাখ ৮৯ হাজার, জ্বালানি খাতে ৩ কোটি ২৪ লাখ ৬৪ হাজার, মনোহরি ৫০ লাখ, আপ্যায়ন ব্যয় ২৮ লাখ ৭৫ হাজার, যানবাহন ২ কোটি ৫২ লাখ টাকা দেওয়া হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ডের জন্য আগাম দেওয়া হয়েছে ১ কোটি ৫৬ লাখ টাকা। এর মধ্যে খোরাকি খাতে রয়েছে ২৫ লাখ, জ্বালানি খাতে ৮৪ লাখ, মনোহরি ৩ লাখ, আপ্যায়ন ব্যয় ২ লাখ ও যানবাহন ব্যয় ৪২ লাখ টাকা।

আনসার ও ভিডিপির জন্য বরাদ্দ ১৬৩ কোটি ৮১ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে খোরাকি বাবদ ১৪১ কোটি ৩৭ লাখ ৫১ হাজার টাকা, জ্বালানি বাবদ ৫ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার টাকা, মনোহরি দ্রব্যাদি বাবদ ৪ কোটি ৮৬ লাখ টাকা, আপ্যায়ন ব্যয় ১২ কোটি ১৩ লাখ ৬৮ হাজার টাকা দেওয়া হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ