ইসির উপ-সচিব আব্দুল হালিম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি মহা পুলিশ পরিদর্শক (আইজিপি), সহকারী রিটার্নিং কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
গত ১৫ ডিসেম্বর প্রার্থীদের নির্বাচনী কাজে বাধা, গ্রেফতার ও হামলার বিষয়ে একটি অভিযোগ দেয় বাম গণতান্ত্রিক জোট।
নির্বাচন কমিশন সেই তালিকা ও অভিযোগ আমলে নিয়ে ঘটনার ব্যাখ্যা চেয়ে আইজিপিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বললো।
ইসির উপ-সচিব মো. আব্দুল হালিম খান বলেন, সারাদেশ থেকে বিভিন্ন দল ও প্রার্থীদের কাছ থেকে অভিযোগ আসছে। কমিশন দলের পাশাপাশি প্রার্থীদের অভিযোগও আমলে নিচ্ছে।
ঢাকা-২ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ইসিতে তার নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা, নেতা ও প্রার্থীর উপর সন্ত্রাসী হামলা, গাড়ি ভাঙচুর ও গ্রেফতারের অভিযোগ করেন সোমবার। সেই অভিযোগ আমলে নিয়ে কমিশন সাভার উপজেলা নির্বাহী আফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে।
৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
ইইউডি/এএ