তবে পুলিশি হয়রানি বন্ধ করা না হলে, আর এ নিয়ে কোনো রকম জটিল পরিস্থিতি দেখা দিলে তার দায়ভার পুলিশকেই নিতে হবে বলে দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেলে ফুলপুর থানা রোডের নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শাহ শহীদ সারোয়ার বলেন, ফুলপুর-তারাকান্দায় বিএনপির ১৮ জন নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। প্রতিদিন পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আমাদের কর্মীদের হুমকি-ধামকি দিচ্ছেন। পুলিশ নেতাকর্মীদের গ্রেফতারের জন্য প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে হানা দিচ্ছে।
‘পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়রানির কারণে আমার নির্বাচনী প্রচার চলছে না। আমাদের নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলছে, প্রচারের মাইক ভেঙে ফেলা হয়েছে। আমরাও মামলা দিতে চাই অথচ আমাদের মামলা নেওয়া হচ্ছে না।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সহ সভাপতি এমদাদ হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গুলজার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী, উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মহিবুল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এমএএএম/টিএ