ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনী অফিস থেকে বিএনপির ৫০ নেতাকর্মী আটক 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
নির্বাচনী অফিস থেকে বিএনপির ৫০ নেতাকর্মী আটক  প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. শহিদুল আলমের নির্বাচনী কার্যালয় থেকে দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ কমপক্ষে ৫০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কালিগঞ্জ উপজেলার নলতা চৌমুহনী এলাকায় অবস্থিত বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে সংসদ সদস্য প্রার্থী ডা. শহীদুল আলম নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী আলাপকালে পুলিশ তাদের আটক করে।  

ডা. শহিদুল আলম বাংলানিউজকে জানান, তিনি নির্বাচনের দিন বিভিন্ন স্থানে পোলিং এজেন্ট ঠিক করার জন্য নেতাদের নিয়ে আলোচনা করছিলেন।

এসময় পুলিশ তাদের অফিস ঘিরে ফেলে। সেখান থেকে কমপক্ষে ৫০-৫২ জন নেতাকর্মীকে আটক করে তারা।  

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, সেখান থেকে অনেককে আটক করা হয়েছে। কার বিরুদ্ধে কি মামলা আছে তা খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ