ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকায় আসছে ভারতের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
ঢাকায় আসছে ভারতের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল 

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ভারতের তিন সদস্যের প্রতিনিধিদল ঢাকায় আসছে। তারা আগামী ২৮ ডিসেম্বর ঢাকায় আসবেন।

বুধবার (১৯ ডিসেম্বর) দিল্লির কূটনৈতিক সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে ভারতের নির্বাচন কমিশন থেকে তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসছে।

প্রতিনিধিদলে রয়েছেন ভারতের নির্বাচন কমিশনের সচিব সুমন দাশ, পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী অফিসার আরিফ আফসাব ও ছত্তিশগড় রাজ্যের প্রধান নির্বাচনী অফিসার সুব্রত সাহো। ভারতের নির্বাচন কমিশনের এই তিন কর্মকর্তা  বাংলাদেশে এসে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।  

ভারত ছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের  বিশেষজ্ঞসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা পর্যকবেক্ষণ করবেন।  

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।