তিনি বলেন, আমাদের নির্দেশনা যাতে বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থাকে। এছাড়া সবদল ও সব প্রার্থী যেন সমান সুযোগ পায়।
বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগীয় সদরে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচনের দায়িত্ব থাকা কর্মকর্তাদের উদ্দেশ্যে এ কথা বলেন নির্বাচন কমিশনার।
নির্বাচনের দায়িত্ব থাকা কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেননা তারা ৩০ ডিসেম্বরের দিকে তাকিয়ে আছেন। আইনের অবৈধ ব্যবহার থেকে বিরত থাকতে হবে। মানুষ যাতে সুষ্ঠু ভোট দিতে পারে সে বিষয়টিও নিশ্চিত করার করার আহ্বান জানান তিনি।
ভোটার এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা বিধানে সবাইকে সচেষ্ট থাকতে বলেন কবিতা খানম। এজন্য তিনি সব বাহিনীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এতোকিছুর পরও নির্দেশনার কোনো ব্যত্যয় হলে তা ক্ষমা করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সপ্তম পদাতিক ডিভিশনের জিওসি ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, বরিশালের বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস, বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম ও বিএমপি কমিশনার মোশারফ হোসেন।
এছাড়াও সভায় বরিশাল বিভাগের ৬ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সেনা, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, নির্বাচন কর্মকর্তা, কোস্টগার্ড এবং নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এমএস/জেডএস