ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রার্থীর মৃত্যুতে গাইবান্ধা-৩ আসনে নির্বাচন স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
প্রার্থীর মৃত্যুতে গাইবান্ধা-৩ আসনে নির্বাচন স্থগিত

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্ল্যাপুর) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ায় এ আসনের নির্বাচন বন্ধ থাকবে।

৩০ ডিসেম্বর (রোববার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পুনঃতফসিল ঘোষণা করে এ নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণ করা হবে।

নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব এসব কথা বলেন।



হেলালুদ্দীন আহমদ বলেন, আইনে যেটা বলা আছে যে, ওই আসনে স্থগিত করা হবে। স্থানীয় রিটার্নিং কর্মকর্তা তার মৃত্যুর সনদপত্রসহ আমাদের কাছে অফিসিয়ালি জানাবেন। জানালে পরে নির্বাচন কমিশনাররা সিদ্ধান্ত দেবেন।

স্বাভাবিকভাবে আইনে যেটা আছে ওই আসনের নির্বাচন আসন্ন ৩০ তারিখে যে নির্বাচন এটা স্থগিত করা হবে। পরবর্তীতে পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। ​

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ (১) বলা আছে- কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারা গেলে, রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তি দেবে। ওই আসনে নির্বাচনের সব কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
ইইউডি/এমএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।