আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এসব কথা জানান।
তিনি বলেন, ‘আমরা মহামান্য হাইকোর্টের চিঠিটা আজকে পেয়েছি।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমাদের বলা হয়েছে- তিন কার্যদিবসের মধ্যে করা। আমরা যেহেতু আজকে পেয়েছি, স্বাভাবিকভাবে আমাদের হাতে আরো দুইটি কার্যদিবস হাতে আছে (শুক্র ও শনিবার বন্ধ থাকায় রোববার ও সোমববার হাতে আছে ইসির)। এর মধ্যে কমিশন নিশ্চয়ই একটা সিদ্ধান্ত দেবে। ’
নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর ২৫ নেতা ধানের শীষ প্রতীকে ভোটে অংশ নিচ্ছেন। তাদের নির্বাচনে অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে তিনদিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
ইইউডি/এমএ