স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান।
চিঠিতে বলা হয়েছে, ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের আগে সব বৈধ অস্ত্র জমা নেওয়ার ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট সব দফতরে পাঠানো হয়েছে।
বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগক এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
এতে বলা হয়, আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে সব বৈধ লাইসেন্স করা অস্ত্র সংশ্লিষ্ট থানা/ট্রেজারিতে জমা দিতে হবে। জমা দেওয়া অস্ত্র আবশ্যিকভাবে ৬ জানুয়ারি পর্যন্ত জমা থাকবে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
ইইউডি/এএ