বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে।
‘নির্বাচনের আগেই ইভিএম বিষয়ে ভোটারদের সব উৎকন্ঠা দূর হবে বলে আশা করা যায়। ইভিএম পদ্ধতিতে বায়োমেট্রিক যাচাই ও ব্যক্তির উপস্থিতি বাধ্যতামূলক হওয়ায় কেন্দ্র দখল করে ভোট দেওয়া, জালভোট দেওয়া, একজনের ভোট অন্যজন বা দ্বিতীয়বার ভোট দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে ভোট গ্রহণের পর স্বল্প সময়ে কেন্দ্রের ফলাফল ঘোষণা করা সম্ভব হবে ‘
সুতরাং, কোনো প্রকার গুজব বা হুমকিতে ভোটারদের আতঙ্কিত না হতে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জিয়াউর রহমানসহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা, নারী নেত্রী, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এমআরএম/এএ