ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মাদারীপুর জেলা প্রশাসককে উড়ো চিঠি দিয়ে হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
মাদারীপুর জেলা প্রশাসককে উড়ো চিঠি দিয়ে হুমকি বাম থেকে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম ও তাকে পাঠানো চিঠি।

মাদারীপুর: মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম ও তার পরিবারকে উড়ো চিঠির মাধ্যমে হুমকি দেয়া হয়েছে।

ডাকযোগে আসা নাম-ঠিকানাবিহীন ওই চিঠিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ না করলে জেলা প্রশাসক ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করার কথা উল্লেখ রয়েছে।

জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, ‘গত বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তার অফিসের ঠিকানায় প্রেরকের নাম ঠিকানাবিহীন একটি চিঠির খাম আসে।

খামের ভেতরে থাকা এক পাতার চিঠিতে তাকে ও তার পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।  

চিঠির খামের ওপরে লাল কালিতে লেখা ছিল ‘অতীব গোপনীয়’ বিষয়। চিঠিতে লেখা রয়েছে, নির্বাচনে নিরপেক্ষতা বজায় না রাখলে তাকে ও পরিবারকে দেখে নেওয়া হবে। চিঠিটি হাতে লেখা তবে প্রেরকের নাম লেখা নেই।

জেলা প্রশাসক আরো জানিয়েছেন, তিনি বিভাগীয় কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, পুলিশের ডিভিশনাল আইজি এবং গোয়েন্দা বিভাগকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন।
 
তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমার চেষ্টা অব্যাহত থাকবে। কোনো অশুভ শক্তিই আমাকে বাধাগ্রস্ত করতে পারবে না। ’

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ