ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইভিএমের আসনে স্মার্টকার্ড দেবে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
ইভিএমের আসনে স্মার্টকার্ড দেবে ইসি

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, খুলনা-২, রংপুর-৩ ও সাতক্ষীরা-২ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ছয় আসনের ভোটারদের মধ্যে যারা স্মার্টকার্ড পাননি, অগ্রাধিকারভিত্তিতে তাদের কার্ড দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (২১ ডিসেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপ-পরিচলক মোহাম্মদ মোশারফ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ছয় নির্বাচনী আসনের রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ ছয়টি আসনেও আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোটগ্রহণকালে কোনো ভোটারের আঙ্গুলের ছাপ না পাওয়া গেলে তখন স্মার্টকার্ড ব্যবহারের মাধ্যমে তার আঙ্গুলের ছাপ মেলানো সহজ হয়। তাই এই ছয়টি আসনে অধিকাংশ ভোটারের হাতে স্মার্টকার্ড পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। উক্ত ছয়টি আসনের প্রস্তুতকৃত স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে। কিন্তু অনেক ভোটারের তথ্যে ত্রুটি থাকার কারণে স্মার্টকার্ড করা সম্ভব হয়নি। তাদের স্মার্টকার্ড মুদ্রণ করে ছয়টি আসনে পাঠানো হয়েছে।  

চিঠিতে আরও বলা হয়, উপজেলা/থানা নির্বাচন অফিসের কোনো একটি স্থান হতে ভোটারের আইরিশ ও টেন ফিঙ্গার নিয়ে একটি স্লিপ দেবেন এবং এই স্লিপ ইভিএম ভোটকেন্দ্রসমূহের যে দুইটি স্থানে ডেমোস্ট্রেশন চলছে, সেসব স্থান থেকে ভোটারদের স্মার্টকার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া ভোটাররা উপজেলা/থানা নির্বাচন অফিসে আইরিশ ও টেন ফিঙ্গার দিয়ে ইভিএম ভোটকেন্দ্রের ডেমোস্ট্রেশন স্থান হতে স্মার্টকার্ড নিতে পারবেন।  

এসব তথ্য ভোটারদের জানানোর জন্য প্রচারের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
ইইউডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।