ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিরাজগঞ্জ ডিসিকে উড়ো চিঠিতে হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
সিরাজগঞ্জ ডিসিকে উড়ো চিঠিতে হুমকি সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা

সিরাজগঞ্জ: উড়ো চিঠিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কামরুন নাহার সিদ্দিকা ও তার পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা উড়ো চিঠি পাওয়ার বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, বুধবার (১৯ ডিসেম্বর) সকালে অফিসের ঠিকানায় এ চিঠিটি আসে।

খাকি রঙের খামে এক পাতার এ চিঠির ওপরের অংশ লাল কালিতে ও নিচের অংশ সবুজ কালিতে লেখা রয়েছে।  

তবে চিঠিতে প্রেরকের নাম-ঠিকানা নেই। বিষয়টি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। শুক্রবার একযোগে কয়েকটি জেলার ডিসিদের নামে উড়ো চিঠির সংবাদ মিডিয়া দেখার পর তিনিও সাংবাদিকদের বিষয়টি জানান।

ডিসি কামরুন নাহার সিদ্দিকা আরও বলেন, চিঠিতে বলা হয়েছে— ‘আমার কর্মকাণ্ড তারা খেয়াল করছে। তিনদিনের মধ্যে আমি যদি ঠিক না হই তাহলে তারা আমাকে দেখে নেবে। শুধু আমাকে না আমার আত্মীয়-স্বজন ছেলে-মেয়ে সম্পত্তির ওপর তারা নজর রাখছে। ঠিক না হয়ে গেলে তারা আক্রমণ চালাবে। চিঠির শেষের অংশে লেখা আছে চলমান। ’

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।