ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিএনপি ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধে ব্যবস্থা চাইতে ইসিতে আ’লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
বিএনপি ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধে ব্যবস্থা চাইতে ইসিতে আ’লীগ

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি ‘ষড়যন্ত্র’ করছে অভিযোগ তুলে এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে করেছে আওয়ামী লীগ।

শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল একটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, নির্বাচন কমিশন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক করেন।

আওয়ামী লীগের লিখিত দাবিনামার শিরোনামে লেখা হয়েছে- ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপির ষড়যন্ত্র ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গ’।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
ইইউডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।