ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

একটি ভোট বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
একটি ভোট বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ/ফাইল ফটো

ঢাকা: একটি ভোট বাংলাদেশের ভবিষ্যৎ, তরুণ সমাজের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ২০ দলীয় জোটের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করছেন। এই আসনের ভোটারদের উদ্দেশ্যে আন্দালিব রহমান পার্থ শুক্রবার (২১ ডিসেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে একটি বার্তা প্রকাশ করেছেন।


 
ভোটারদের উদ্দেশ্যে পার্থ’র বক্তব্য:
আমি ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী। আমার মার্কা ধানের শীষ। গত দশ বছরে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। দশ বছরে আমি সংসদে, টেলিভিশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের জন্য কথা বলেছি। যখনই অন্যায় দেখেছি, দুর্নীতি দেখেছি, অবিচার দেখেছি তখনই চেষ্টা করেছি সোচ্চার ভূমিকা রাখার জন্য।
 
আপনারা যদি আমার পাশে থাকেন, আগামীতেও আমি জাতীয় সংসদে মানুষের অধিকার নিয়ে, অবিচার নিয়ে কথা বলার একটি সুযোগ পাবো। আমার ঢাকা-১৭ আসনের বৈশিষ্ট্য এখানে সমাজের বিত্তশালী যেমন থাকেন, নিম্ন মধ্যবিত্তরাও তেমন থাকেন। বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট এবং ভাসানটেক- এই চারটি থানা নিয়ে ঢাকা-১৭ আসন। এই আসনের সবচেয়ে বড় সমস্যা মাদক, দুর্নীতি, ঘুষ বাণিজ্য, চাঁদাবাজি ও জমি দখল।
 
আমি আপনাদের আশ্বস্ত করবো, আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নিয়ে এই সমস্যাগুলো সমাধানের সবচেয়ে বেশি চেষ্টা করবো। জোরালো ভূমিকা রাখবো সংসদে। এখানকার সমস্যার কথা জাতির কাছে পৌঁছে দেবো।
 
বাংলাদেশের ভবিষ্যৎ আপনারাই পরিবর্তন করতে পারেন। তরুণ সমাজের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। আমাদের সুযোগ দিতে পারেন আপনাদের জন্য কাজ করার। আমি আপনাদের আবারও অনুরোধ করবো, আপনারা ভোট কেন্দ্রে আসবেন। একটি মূল্যবান ভোট ধানে শীষে দিয়ে আপনাদের পাশে থাকার একটি সুযোগ করে দেবেন। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে দেশ গড়ি।
  
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।