ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

এবার জামায়াত নেতাদের প্রার্থিতা বাতিল চাইলো গৌরব-৭১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
এবার জামায়াত নেতাদের প্রার্থিতা বাতিল চাইলো গৌরব-৭১ জামায়াতে ইসলামীর নেতাদের প্রার্থিতা বাতিল চাইছেন গৌরব ৭১ সংগঠনের নেতারা-ছবি-জি এম মুজিবুর

ঢাকা: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগের পর এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের প্রার্থিতা বাতিল চাইলো গৌরব ৭১ নামের আরেকটি সংগঠন।

শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে সংগঠনের সাধারণ সম্পাদক এফএম শাহিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বরাবর নির্বাচন ভবনে জমা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সংবিধানের সঙ্গে জামায়াতের দলীয় গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় হাইকোর্ট দলটির নিবন্ধন অবৈধ ও বাতিল করেছে।

এছাড়া একাত্তরের ভূমিকার জন্য দলটিকে ‘ক্রিমিনাল দল’ আখ্যায়িত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে, এই দলটির শীর্ষ পদে স্বাধীনতা বিরোধীদের থাকা উচিত নয়।

এমন অবস্থায় জামায়াতের শীর্ষ ২৫ নেতা ধানের শীষ প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন, যা নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

চিঠিতে এফএম শাহীন আরও বলেছেন, জামায়াতে ইসলামী একটি সন্ত্রাসী সংগঠন, রাজনৈতিক নয়। কোনো যুদ্ধাপরাধী সংগঠন বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করুক তা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তরুণ প্রজন্ম চায় না।

আসন্ন ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনে জামায়াতের ২২ প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। দলটির নেতাদের নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখতে প্রার্থিতা বাতিলে শুক্রবার (২১ ‍ডিসেম্বর) আওয়ামী লীগের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে অনুরোধ জানিয়ে গেছে। তার আগে তফসিল ঘোষণার পরপরই ইসিতে ঘাতক দালাল নির্মূল কমিটি এসে সর্বপ্রথম জামায়াত নেতাদের নির্বাচনে সুযোগ না দেওয়ার দাবি জানায়।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
ইইউডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।