ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকা-১৭

এরশাদ-ফারুক-পার্থ জমজমাট লড়াইয়ের অপেক্ষা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এরশাদ-ফারুক-পার্থ জমজমাট লড়াইয়ের অপেক্ষা ঢাকা-১৭ আসনের নির্বাচনী পোস্টার

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে লড়ছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদসহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। তবে এরশাদ শেষ পর্যন্ত থাকবেন কি-না তা নিয়ে সন্দেহও রয়েছে। তবে ভোটারদের প্রতিক্রিয়া এখানে লড়াই হবে নৌকা ও ধানের শীষের মধ্যে।

ঢাকা-১৭ আসনের ভোটার সংখ্যা সোয়া তিন লাখ। এ আসনের একদিকে গুলশান-বনানীর মতো অভিজাত এলাকা, অন্য দিকে কড়াইল ও ভাষানটেক বস্তি।

আছে নদ্দা, শাহজাদপুর, কালাচাঁদপুরের মতো মধ্যবিত্ত এলাকাও। তিনজন রাজনৈতিক নেতার পাশাপাশি এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক।
 
নির্বাচনী এলাকাজুড়ে জাতীয় পার্টির প্রার্থী হুসেইন মুহম্মদ এরশাদের পোস্টার থাকলেও তিনি প্রচারে নেই। তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকায় তার পক্ষে প্রচার কাজ করছেন পার্টির নেতাকর্মীরা। নেতৃত্বে রয়েছেন সভাপতি মন্ডলীর সদস্য এসএম ফয়সাল চিশতী। তবে এরশাদ শেষ পর্যন্ত লড়বেন কি-না তা নিয়ে গুঞ্জন রয়েছে।
 
এবিষয়ে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এসএম ফয়সাল চিশতী বলেন, জাতীয় পার্টির নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষও এরশাদের পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন। বিশাল ভোট ব্যাংক আছে এরশাদের। কারণ বিগত সময়ে তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। সুতরাং আমরা কোনো ভাবেই মনে করি না নির্বাচন থেকে সরে দাঁড়াবো।
 
প্রচারে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুক। তিনি এ আসনের বাসিন্দা না হলেও তাকে বিজয়ী করার জন্য চেষ্টার কমতি নেই স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা।
 
ফারুকের নির্বাচনী জনসভাফারুক বলেন, এখানে নৌকার পক্ষে কাজ করার বহু মানুষ আছে। কিন্তু মাঝি নাই। যে কারণে এদিক ওদিক ঘুরপাক খায়। মাঝি যখন আসবে পাল উড়বে। তখন নেতাকর্মীরা গান গাইবে... ও নদীরে কত রঙ্গ দেখাইলি আমায়...।
 
এদিকে সম্প্রতি এক ভিডিও বার্তায় আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনের ভোটার কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন। তিনি বলেন, আপনারা যদি আমার পাশে থাকেন, আগামীতেও আমি জাতীয় সংসদে মানুষের অধিকার নিয়ে, অবিচার নিয়ে কথা বলার একটি সুযোগ পাবো। এ আসনের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো। জোরালো ভূমিকা রাখবো সংসদে। এখানকার সমস্যার কথা জাতির কাছে পৌঁছে দিতে দেব।
 
জাতীয় পার্টি ও আওয়ামী লীগ প্রার্থী মাঠ চষে বেড়ালেও সরব নয় ঐক্যফ্রন্টের প্রার্থী আন্দালিব রহমান পার্থ। তবে মাঝে মধ্যে ভোটারদের কাছে গিয়েছেন তিনি। আর ভোটের মাঠে কখনো যাননি স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা। ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য পদে ১০ প্রার্থী ভোটের মাঠে থাকলেও প্রতিযোগিতা হবে মূলত নৌকা আর ধানের শীষের।
 
বনানী বাজারের ফুল ব্যবসায়ী আলীমুজ্জামান বলেন, এখানে নৌকা আর ধানের শীষের প্রতিযোগিতা হবে। তবে আওয়ামী লীগের প্রার্থী আমাদের কাছে এসেছে, ভোট চেয়েছে। গুলশানের বাসিন্দা আজিজুর রহমান বলেন, নায়ক ফারুক একজন মুক্তিযোদ্ধা। আর আন্দালিব রহমান পার্থ তরুণদের পছন্দ।
 
ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ১৩ হাজার ৯৯৮ জন। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিজয়ী হয়েছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। আর ২০১৪ সালে নির্বাচনে এ আসনে সাংসদ হন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এস এম আবুল কালাম আজাদ।
 
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।