ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচন-সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না: মাহবুব তালুকদার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
নির্বাচন-সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না: মাহবুব তালুকদার মাহবুব তালুকদার। ফাইল ফটো

সিলেট: নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

তিনি বলেছেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে। সোমবার (২৪ ডিসেম্বর) থেকে মাঠে নামবে সেনাবাহিনী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রোববার (২৩ ডিসেম্বর) সিলেট বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মাহবুব তালুকদার বলেন, নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। মানুষ যাতে নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন, এ জন্য প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বৈঠকে সিলেট ছাড়াও মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।