ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাইবান্ধা-৩ আসনে পুনঃতফসিল, ভোট ২৭ জানুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
গাইবান্ধা-৩ আসনে পুনঃতফসিল, ভোট ২৭ জানুয়ারি নির্বাচন কমিশন ভবনের ফাইল ছবি

ঢাকা: গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে ওই আসনে পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে।

রোববার (২৩ ডিসেম্বর) রাতে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ঘোষিত পুনঃতফসিল অনুযায়ী এ আসনে ভোটগ্রহণ হবে ২৭ জানুয়ারি (বৃহস্পতিবার)। আর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ জানুয়ারি (রোববার)।

এর আগে ২০ ডিসেম্বর ইসি সচিব বলেন, ড. ফজলে রাব্বী চোধুরীর মৃত্যুতে আগামী ৩০ ডিসেম্বর ওই আসনে ভোটগ্রহণ আইন অনুযায়ী স্থগিত করা হবে। পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওই আসনে পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ১৯ ডিসেম্বর (বুধবার) দিনগত রাত আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান ফজলে রাব্বী চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ ও উচ্চরক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৩,২০১৮
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।