ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ময়মনসিংহ-৩ আসনে নৌকায় ভোট চাইলেন তারকারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
ময়মনসিংহ-৩ আসনে নৌকায় ভোট চাইলেন তারকারা চলচ্চিত্র তারকারা নৌকায় ভোট চাইছেন, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের পক্ষে ভোট চেয়েছেন চলচ্চিত্র তারকারা।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে নির্বাচনী সমাবেশে নৌকা মার্কায় ভোট চান তারা। এই সময় তাদের দেখতে কৌতূহলী মানুষের ভিড় জমে।

চলচ্চিত্র অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ।

তাছাড়া বক্তব্য রাখেন- অভিনেত্রী রোকেয়া প্রাচী, বিশিষ্ট আবৃত্তিকার আহকাম উল্লাহ, চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাস, টিভি তারকা আহমেদ রুবেল, অনামিকা, সীমান্ত, মডেল তারকা আসিফ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সানাউল হক, আওয়ামী লীগ নেতা মোর্শেদুজ্জামান সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, নাজিম উদ্দিন আহমেদ একজন মুক্তিযোদ্ধা। তিনি এই আসনের যোগ্য প্রার্থী। গৌরীপুরের উন্নয়ন নিশ্চিত করতে আবারও জননেত্রী শেখ হাসিনার মনোনীত এই প্রার্থীকে জয়ী করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮ 
এমএএএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।