ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

জেলায় যাচ্ছে ব্যালট পেপার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
জেলায় যাচ্ছে ব্যালট পেপার নির্বাচনী সামগ্রী যাচ্ছে জেলায়/ফাইল ছবি

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা পর্যায়ে ব্যালট পেপার বিতরণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ৩০ ডিসেম্বর ২৯৯ আসনে ভোট হবে। ছয়টি আসনে ইভিএম এ ভোট হওয়ায় বাকি ২৯৩ আসনে ব্যালট পেপার ব্যবহার করা হবে।


 
ইসির সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা ২ টা থেকে ঢাকার দুটি সরকারি প্রেস (বিজি ও গভর্নমেন্ট) প্রেস থেকে এসব ব্যালট পেপার বিতরণ শুরু হয়েছে। পুলিশ, র‌্যাব ও ডিএমপি ব্যালট পাঠাতে নিরাপত্তা দেবে।
 
গোলাম রাশেদ বলেন, ২৫ ডিসেম্বর ও ২৬ ডিসেম্বর জেলা পর‌্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে আসনভিত্তিক ভোটের ব্যালট পেপার পৌঁছানো হবে। ২৯৩ আসনের মধ্যে যেগুলোতে এখনও আইন জটিলতা আছে রয়েছে, সেগুলোর জন্য ইসির নির্দেশনার অপেক্ষায় রয়েছি।
 
প্রথমে পার্বত্য এলাকার ব্যালট পেপার বিতরণ শুরু হচ্ছে। পর্যায়ক্রমে অন্য এলাকায় বিতরণ চলবে।
 
ইতিমধ্যে জেলা পর্যায়ে স্টাম্প প্যাড, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, লাল গালা, অমোচনীয় কালির কলম, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ, চার্জার লাইট, ক্যালকুলেটর, স্ট্যাপলার মেশিন ও স্টাপ পিন ইত্যাদি সামগ্রী পাঠানো হয়েছে।
 
গত রোববার ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্বাচনের তিনদিন আগেই জেলা পর্যায়ে ব্যালট পেপার পাঠানোর কাজ শেষ করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
ইইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।