ফলে তারা আর নির্বাচনে অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
ওইসব আসনের আওয়ামী লীগ প্রার্থীদের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ বুধবার (২৬ ডিসেম্বর) এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ ও শাহ মঞ্জুরুল হক। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
বিএনপির প্রার্থীরা হলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদ ও নরসিংদী-৩ আসনে সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান মনজুর এলাহী।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
ইএস/এএ