বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
বিএনপির অভিযোগ, ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম ভূঁইয়ার প্রচারণার সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে।
রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদের বলেন, বিএনপির নেতাকর্মীরা বিনা উস্কানিতে আমাদের দলীয় কার্যালয়ে হামলা চালায়। এতে জেলা আওয়ামী লীগের সদস্য শের আলী ভূঁইয়া, উপজেলা কমিটির সদস্য সচিব কাজী আলমগীর, কাউন্সিলর বাদশাসহ ১০ আহত হয়েছেন।
হঠাৎ করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
এডি/আরআর