ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

রামগড়ে বিএনপি-আ’লীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
রামগড়ে বিএনপি-আ’লীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২৫ বিএনপি-আ’লীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া-ছবি-বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় দলের ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
 
বিএনপির অভিযোগ, ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম ভূঁইয়ার প্রচারণার সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে।

এতে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসির সিকদার, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বাপ্পি মজুমদারসহ দুই নেতাকর্মী আহত হন।  
 
রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদের বলেন, বিএনপির নেতাকর্মীরা বিনা উস্কানিতে আমাদের দলীয় কার্যালয়ে হামলা চালায়। এতে জেলা আওয়ামী লীগের সদস্য শের আলী ভূঁইয়া, উপজেলা কমিটির সদস্য সচিব কাজী আলমগীর, কাউন্সিলর বাদশাসহ ১০ আহত হয়েছেন।
 
হঠাৎ করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।
 
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
এডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।