বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে কচুয়া উপজেলার বাধাল বাজারে বাধাল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আগামী সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘এ নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারবো স্বাধীনতাবিরোধী শক্তি রাষ্ট্রীয় ক্ষমতা কায়েম করবে, না আমরা স্বাধীনতার পক্ষের শক্তি যারা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি তারা।
শেখ তন্ময় বলেন, ‘আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে বাগেরহাট ও কচুয়াকে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করবো। আমার রক্তের কেউও যদি সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি করতে চায় তা কঠোর হস্তে দমন করা হবে। ’
বাধাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস কোতওয়ালের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন- বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, সংসদ সদস্য হ্যাপি বড়াল, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, আওয়ামী লীগ নেতা নকিব নজিবুল হক নজু, ফরিদা আক্তার বানু লুসি, বাধাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নকিব অহিদুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
জিপি