ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে ঐক্যফ্রন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে ঐক্যফ্রন্ট ইসি ভবনে দীলিপ বড়ুয়া সাংবাদিকদের ব্রিফ করছেন। ছবি: বাংলানিউজ

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে দাবি করেছেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও ১৪ দলীয় জোট নেতা দিলীপ বড়ুয়া।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলের প্রধান হিসেবে তিনি একথা বলেন।

ইসি সচিবের কাছে দেওয়া অভিযোগে বলা হয়, ঐক্যফ্রন্ট নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে।

এছাড়া বিএনপি ও ঐক্যফ্রন্টের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও বলা হয়েছে।  

দিলীপ বড়ুয়া সাংবাদিকদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে হয় সেজন্য বিএনপি এবং ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ী নির্বাচন কমিশন সেনাবাহিনী মোতায়েন করেছে। এখন সেই সেনাবাহিনীকে সুক্ষ্মভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন তারা।  

‘আসলে বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা বারবার সব বিষয়ে অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এর মাধ্যমে নির্বাচন পরিবর্তী সময়েও সংকট সৃষ্টির উদ্দেশ্য রয়েছে তাদের। এসব বিষয়ে ইসির সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আমরা ইসিকে বলেছি, কেউ যাতে দেশপ্রেমিক সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে বিবৃতি বা উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য না দিতে পারে। তাই এ বিষয়ে কমিশন তার অংশীজন রাজনৈতিক দলগুলোকে নির্দেশনা দিতে পারে। ’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীলিপ বড়ুয়া বলেন, আমি ১০০ ভাগ  গ্যারান্টি দিয়ে বলতে পারি- ৩০ ডিসেম্বর নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
ইইউডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।