ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

চরফ্যাশনে জ্যাকবের প্রচারণায় তারকারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
চরফ্যাশনে জ্যাকবের প্রচারণায় তারকারা চরফ্যাশনে জ্যাকবের প্রচারণায় অংশ নিয়েছেন তারকারা। ছবি-বাংলানিউজ

ভোলা: ভোলা-৪  (চরফ্যাশন-মনপুরা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের জন্য ভোট চাইতে নির্বাচনের মাঠে নেমেছেন চলচ্চিত্র তারকারা।

চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, ইমন, চিত্রনায়িকা পূর্ণিমা, পপি ও অপু বিশ্বাস বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে পর্যটন নগর চরফ্যাশনের সদর রোডে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের সঙ্গে লিফলেট বিতরণ করেন। পরে তারা ফ্যাশন স্কয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, আজ চরফ্যাশন ও মনপুরায় শেখ হাসিনার করা উন্নয়ন দেখে বিস্মিত হয়ে বিএনপির শতশত নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। এ অঞ্চলের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকা মার্কায় ভোট দিন।  

অনুষ্ঠানে অনেকের মধ্যে চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন ও পৌরসভার মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।