বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় জেলা বিএনপির উদ্যোগে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন এবং প্রশাসনের উদ্দেশে রাহাত আরা বেগম বলেন, যারা অস্ত্র নিয়ে পাড়ায় পাড়ায় হামলা চালিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে তাদের সামলান।
তিনি বলেন, আমি জীবনে কখনও এমন অবস্থার সম্মুখীন হইনি। কোথাও যেতে পারবো না,
কারো কাছে ভোট চাইতে পারবো না। এটা হতে পারে না। এ ধরনের নির্বাচন আমরা কেউ
চাই না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, ১১ ডিসেম্বর মির্জা ফখরুল প্রথম নির্বাচনী প্রচারণা চালাতে গেলে বেগুনবাড়ি এলাকায় তার গাড়ি বহরে হামলা চালায় বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বনি আমিনের লোকজন। এ ঘটনায় থানায় এবং রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলেও পুলিশ অভিযোগ মামলা হিসেবে রুজু করেনি। এমনকি নির্বাচনী কর্মকর্তারাও কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো ধানের শীষের কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। এ অবস্থায় আমরা নির্বাচনী প্রচারণা চালাতে
বাধাগ্রস্থ হচ্ছি।
এর এক ঘণ্টা পর ঠাকুরগাঁও শহরের কলেজ পাড়ার নিজ বাসায় সংবাদ সম্মেলন করে পাল্টা অভিযোগ করেন একই আসনের আওয়ামী লীগের প্রার্থী রমেশ চন্দ্র সেন।
তিনি বলেন, ধানের শীষের কর্মীরা সংখ্যালঘু পরিবারের লোকজনের ওপর হামলা চালাচ্ছে। বিভিন্ন এলাকায় ঘর-বাড়িতে অগ্নিসংযোগ করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
বিএনপির দাবিকে মিথ্যা দাবি করে তিনি আরো বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত
নির্বাচনে বিএনপি-জামায়াতের হামলার কথা মানুষ ভোলেনি। যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদের উদ্দেশ্য সফল হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা এ দেশের জনগণ প্রতিহত করবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগর সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন
বাবু, সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশি, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো প্রমুখ।
উল্লেখ্য, বিএনপির অভিযোগ, বুধবার দুপুরে ঠাকুরগাঁও পৌরসভার বসিরপাড়া এলাকায় মির্জা
ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম ও মেয়ে মির্জা শামারুহ নির্বাচনী প্রচারণা চালাতে গেলে স্থানীয় ছাত্রলীগের আট/১০ জন কর্মী রাম-দা নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালায়।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
এসআই