ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মাগুরায় নৌকা প্রতীকে ভোট চাইলেন সাবেক ফুটবলাররা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
মাগুরায় নৌকা প্রতীকে ভোট চাইলেন সাবেক ফুটবলাররা মাগুরায় নৌকা প্রতীকে ভোট চাইলেন সাবেক ফুটবলাররা। ছবি : বাংলানিউজ

মাগুরা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের নির্বাচন প্রচারণা উপলক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কয়েকজন সাবেক ফুটবলার নৌকার পক্ষে প্রচারণা করেন।

প্রচারণা উপলক্ষে বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে শহরের নোমানী ময়দান মাঠে ঢাকা সোনালী অতীত ক্লাব ও মাগুরা সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম, সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ ও আলফাজসহ রুপু, রকিব, মামুন, ইলিয়াস, বাবলু মিজান, কামাল, উজ্জ্বল, মনির, রকিব  ও অন্যরা অংশ নেন।

ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা জনগণের কাছে নৌকার পক্ষে ভোট চান।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
এমএমইউ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।