২১ ডিসেম্বর এক নীতিমালা জারি করে নির্বাচন কমিশন নিষেধাজ্ঞাটি দিয়েছিল। দেশের বিভিন্ন সংবাদিক সংগঠন, পর্যবেক্ষক সংস্থা ও বুদ্ধিজীবীরা এ সিদ্ধান্তের বিরোধিতা করেন।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) ইসির সঙ্গে বৈঠক করেও সিদ্ধান্তটির তীব্র প্রতিবাদ জানান সাংবাদিকরা। ফলে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন বুধবার (২৬ ডিসেম্বর) আলোচনায় বসে। আর বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) নিষেধাজ্ঞাই তুলে নিলো ইসি।
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বাংলানিউজকে জানান, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে আগের মতো গাড়ির স্টিকার লাগিয়ে ভোটের সংবাদ সংগ্রহ করতে পারবেন সাংবাদিকরা। তবে গাড়ির বৈধ কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
৩০ ডিসেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
ইইউডি/এইচএ/
** ভোটের দিন মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন সাংবাদিকরা
** খবর সংগ্রহে মোটরসাইকেলের নিষেধাজ্ঞা থাকছে না
** সাংবাদিকদের অবাধ চলাচল নিশ্চিতের দাবি সম্পাদক পরিষদের
** খবর সংগ্রহে মোটরসাইকেলে নিষেধাজ্ঞা বাতিল চায় সাংবাদিকরা
** সংবাদ সংগ্রহে মোটরসাইকেল ব্যবহারে ‘নিষেধাজ্ঞা’ ইসির