ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

খবর সংগ্রহে মোটরসাইকেলে নিষেধাজ্ঞা তুলে নিলো ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
খবর সংগ্রহে মোটরসাইকেলে নিষেধাজ্ঞা তুলে নিলো ইসি মোটরসাইকেলে একজন সাংবাদিক, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোটরসাইকেল ব্যবহার করে খবর সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় বিভিন্ন মহলে সমালোচনার হওয়ার পর পিছু হটলো নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে নিষেধাজ্ঞাটি তুলে নিলো সংস্থাটি।

২১ ডিসেম্বর এক নীতিমালা জারি করে নির্বাচন কমিশন নিষেধাজ্ঞাটি দিয়েছিল। দেশের বিভিন্ন সংবাদিক সংগঠন, পর্যবেক্ষক সংস্থা ও বুদ্ধিজীবীরা এ সিদ্ধান্তের বিরোধিতা করেন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) ইসির সঙ্গে বৈঠক করেও সিদ্ধান্তটির তীব্র প্রতিবাদ জানান সাংবাদিকরা। ফলে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন বুধবার (২৬ ডিসেম্বর) আলোচনায় বসে। আর বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) নিষেধাজ্ঞাই তুলে নিলো ইসি।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বাংলানিউজকে জানান, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে আগের মতো গাড়ির স্টিকার লাগিয়ে ভোটের সংবাদ সংগ্রহ করতে পারবেন সাংবাদিকরা। তবে গাড়ির বৈধ কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

৩০ ডিসেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
ইইউডি/এইচএ/

** ভোটের দিন মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন সাংবাদিকরা
** খবর সংগ্রহে মোটরসাইকেলের নিষেধাজ্ঞা থাকছে না
** সাংবাদিকদের অবাধ চলাচল নিশ্চিতের দাবি সম্পাদক পরিষদের
** খবর সংগ্রহে মোটরসাইকেলে নিষেধাজ্ঞা বাতিল চায় সাংবাদিকরা
** সংবাদ সংগ্রহে মোটরসাইকেল ব্যবহারে ‘নিষেধাজ্ঞা’ ইসির

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।