ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিকল্পধারার প্রার্থীর ৫ সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
বিকল্পধারার প্রার্থীর ৫ সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে বিকল্পধারা বাংলাদেশের কুলা প্রতীকের প্রার্থী এইচএম গোলাম রেজার পাঁচ সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনদের বিরুদ্ধে। এসময় তাদের ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শ্যামনগর উপজেলা সদরে এ ঘটনা ঘটে।  

আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে আবাদ চন্ডিপুরের মিজানুর রহমান (৪৯), মুন্সীগঞ্জের কামাল (৫০) ও বাপ্পীর (৪০) নাম জানা যায়।

তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

বিকল্পধারার নেতাদের অভিযোগ, মোটরসাইকেলযোগে কর্মী-সমর্থকরা গোলাম রেজার বাড়িতে যাওয়ার পথে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে পৌঁছুলে নৌকা প্রতীকের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এসময় গোলাম রেজার পাঁচ সমর্থককে কুপিয়ে জখম করে তারা। হাত-পা ভেঙে দেওয়া হয়েছে অন্তত দু’জনের। অগ্নিসংযোগ করা হয় পাঁচটি মোটরসাইকেলে। এ সময় নৌকারও তিন-চারজন সমর্থকও আহত হন।

এ ব্যাপারে বিকল্পধারার প্রার্থী এইচএম গোলাম রেজা বাংলানিউজকে বলেন, ‘আমার বাড়ি আসার পথে কয়েকজন কর্মীকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে। এসময় পাঁচ থেকে সাতটি মোটরসাইকেলে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ’ 

নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন তাদের মাঠে থাকতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ