ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

রংপুরে ১৭৫ কেন্দ্রে ইভিএমে মক ভোট

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
রংপুরে ১৭৫ কেন্দ্রে ইভিএমে মক ভোট ভোটকেন্দ্র পরিদর্শনে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল হাবীব, ছবি: বাংলানিউজ

রংপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ‘অনুশীলনমূলক’ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল দশটা থেকে আসনের ১৭৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল চারটা পর্যন্ত।

তবে, মক ভোটে ভোটারদের উপস্থিতি কম থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একজন প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের অধীনে ইভিএমে মক ভোটগ্রহণ করা হয়। আগত ভোটারদের সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি হাতে কলমে শেখান।

ভোটগ্রহণ চলাকালে সকাল সাড়ে দশটায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল হাবীব।

তিনি সাংবাদিকদের বলেন, ভোটারদের জাতীয় পরিচয় পত্রের নম্বর, আঙুলের ছাপ ও স্মার্ট কার্ডের মাধ্যমে প্রথমে তাদের পরিচয় সনাক্ত করা হবে। তারা বৈধ ভোটার হলে, কম্পিউটারেই বিষয়টি বলে দেবে। পরে ইভিএম মেশিনে গিয়ে যে প্রতীকে ভোট দেবেন প্রথমে তার পাশের বাটন চেপে ধরতে হবে। এরপর কনফর্ম বাটন চেপে ধরলে ভোট সম্পন্ন।  

তিনি বলেন, এ আসনে ১৭৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট দেবেন ভোটাররা। ইভিএম পদ্ধতিতে কোনোভাবে জালিয়াতি করার সম্ভাবনা নেই। আর ভোট নষ্টও হবে না।

এসময় জেলা রির্টানিং কর্মকর্তার সঙ্গে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল কবীর, সেনা কর্মকর্তা লে. জুনায়েদ, রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমি, সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে ১৭৫টি ভোট কেন্দ্রের ৯০৬টি ভোটকক্ষে ইভিএমের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার ৪ লাখ ৪১ হাজার ৬৭১ জন। এ আসনে মহাজোট মনোনীত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ (লাঙ্গল), জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত রিটা রহমান (ধানের শীষ) ও ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়ালসহ (হাতপাখা) নয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।